
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। সোমবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা ভাইরাস পজিটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
সোমবার রাতে মুঠোফোনে এক ক্ষুদে বার্তায় পুলিশ কমিশনার মাহাবুবর রহমান নিজেই এ তথ্য জানান।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, ‘সিএমপি কমিশনার স্যারের নমুনা পজেটিভ বলে মৌখিকভাবে শুনেছি। এখনও লিখিত কোন কিছু পাইনি। স্যার বাসায় আইসোলেশনে আছেন।’
সিএমপি সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর বাসায় আইসোলেশনে চলে যান। এর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে প্রকাশিত ফলাফলে তার নমুনা পজেটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান সিএমপির একাধিক কর্মকর্তা।
করোনা মহামারির ছড়িয়ে পড়ার পর তা মোকাবেলায় নানা উদ্যোগ বাস্তবায়নে ব্যস্ত ছিলেন কমিশনার মাহাবুবর রহমান। কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ, মধ্যবিত্তদের সহায়তা, লকডাউনে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের কর্মস্থলে পৌছে দেওয়াসহ তার নির্দেশে নেওয়া নানা কর্মসূচী প্রশংসিতও হয়।
আপনার মতামত লিখুন :