
প্রবীণ রাজনীতিক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
রোববার জানাজা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বনানী কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হন সিরাজগঞ্জ-১ আসনের এই এমপি।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার বেলা ১১টার দিকে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে মোহাম্মদ নাসিমকে দাফন করা হয়।
এর আগে রাজধানীর ধানমণ্ডির সোবহানবাগ জামে মসজিদে প্রথম ও বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :