
বলিউডে এবার দিশার পরিবারে হানা দিয়েছে করোনা। ‘বাগি টু’ তারকার বাবা জগদীশ সিং পাটানির কোভিড রিপোর্ট পজিটিভ । উত্তর প্রদেশের বিদ্যুৎ দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তা জগদীশ সিং পটানি।বরেলির অতিরিক্ত সিএমও অশোক কুমার জানিয়েছেন,জগদীশ সিং পাটানিসহ দফতরের তিন কর্মকর্তা করোনা পজিটিভ।
লখনৌ থেকে তারা ট্রান্সফরমার কেলেঙ্কারির তদন্ত করতে বরেলি গিয়েছিলেন। সেখানেই তাদের করোনা সংক্রমিত হওয়ার সংবাদ আসে। খবর হিন্দুস্তান টাইমসের
সম্প্রতি ফার্দাস ডে’তে এই ছবি পোস্ট করে বাবাকে নিজের ‘সুপারহিরো’ বলে উল্লেখ করেছিলেন দিশা।
ভারতে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত হয়ে পড়ছেন তারকারাও। রাজনীতির ময়দান থেকে রুপালি পর্দা, বারবার সামনে আসছে করোনা সংক্রমণের খবর। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিল বচ্চন পরিবার। যদিও এখন অভিষেক বচ্চন ছাড়া প্রত্যেকেরই করোনা নেগেটিভ এসেছে।
আপনার মতামত লিখুন :