
ডেস্ক রিপোর্ট : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই কোচ মাউরিসিও সারিকে ছাঁটাই করল ইতালিয়ান ক্লাব জুভেন্তাস।
চেলসি ও নাপোলির সাবেক কোচ সারি গত বছর জুনে জুভদের দায়িত্ব নেন। ৩ বছরের চুক্তি ছিল দুই পক্ষের। গত মাসের সারির অধীনেই লিগ শিরোপা জিতেছে জুভেন্তাস। সিরি আ-তে যা দলটির টানা নবম শিরোপা।
কিন্তু শুক্রবার রাতে দুই লেগ মিলে লিওঁর বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেই বিদায় নিতে হয় জুভেন্তাসকে। এরপরই ৬১ বছর বয়সী সারিকে বিদায় বলে দিল ক্লাবটি।
ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে নিজেদের মাঠে ২-১ গোলে ম্যাচটি জিতেছিল জুভেন্তাস। কিন্তু ফেব্রুয়ারিতে প্রথম লেগে ফরাসি ক্লাব লিওঁ ১-০ গোলে জিতেছিল। দুই লেগ মিলে স্কোর লাইন ২-২ হলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় প্যারিসের ক্লাবটি।
২০১৫-১৬ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠতে ব্যর্থ হলো জুভেন্তাস। সেবার ইতালিয়ান ক্লাবটির দায়িত্বে ছিলেন মাসিমিলিয়ানো আলেগ্রি।
আপনার মতামত লিখুন :