
আফগান কর্তৃপক্ষ শুক্রবার (১৪ আগস্ট) আরও ৪০০ তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এখবর দিয়েছে আল আরাবিয়া আরবি। এর আগেও কয়েক দফায় তালেবান যোদ্ধাদের মুক্তি দিয়েছে আফগান কর্তৃপক্ষ।
খবরে বলা হয়, তালেবানদের সাথে আফগান সরকারের শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আরও প্রায় ৪০০ তালেবান সদস্যকে মুক্তি দিবেন আশরাফ গানী নেতৃত্বাধিন আফগান সরকার।
তিন দিনের আলোচনার পরে, কাউন্সিলের সদস্য আতিফ তায়েব বলেন, শান্তি আলোচনা অংশ ও জনগণের স্বার্থে আফগান কর্তৃপক্ষ তালেবানদের দাবি করা ৪০০ বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে। সরকারী এক কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, ‘আমরা শান্তি আলোচনা শুরু করতে চলছি।
আপনার মতামত লিখুন :