
বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দ্রুতই ফিরিয়ে এনে রায় কার্যকরের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এ মানববন্ধনে যোগ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধু খুনিদের পাশাপাশি গ্রেনেড হামলার পলাতক আসামিদের দ্রুত ফিরিয়ে এনে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বারবার বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছিল। বিএনপি জামাতের সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে আওয়ামী লীগ।’
আপনার মতামত লিখুন :