চিরিরবন্দরে ইউনিয়নের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর জয়

দিনাজপুরের চিরিরবন্দরের সাতনালা ইউনিয়নে চেয়ারম্যান পদের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. এনামুল হক শাহ্ ৩ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কায় পেয়েছেন ২ হাজার ৮১৩ ভোট। মঙ্গলবার উপনির্বাচন শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে। এ উপনির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাতনালা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলাল মৃত্যুবরণ করেন। ফলে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়ে যায়।
আপনার মতামত লিখুন :