
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্টসহ অন্তত চার সহযোগী করোনা আক্রান্ত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নমুনা পরীক্ষায় শনিবার করোনা পজিটিভ শনাক্ত হন মার্ক শর্ট। ট্রাম্পসহ তার প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা এরইমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। এই তালিকায় সবশেষ যুক্ত হলেন মার্ক শর্ট।
ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র ডেভিন ও’ম্যালি এক বিবৃতিতে জানান, মার্ক শর্ট কোয়ারেন্টিন শুরু করেছেন। এদিকে, মাইক পেন্স ও তার স্ত্রীর করোনা পরীক্ষা হয়েছে। তাদের করোনা নেগেটিভ এসেছে।
আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন পেন্স। চিফ অব স্টাফের করোনা শনাক্তের পর চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে পূর্ব নির্ধারিত প্রচার কর্মসূচি চালিয়ে যাবেন তিনি।
আপনার মতামত লিখুন :