
দুর্নীতির মামলায় ভারতের সাবেক মন্ত্রী দিলীপ রায়কে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দিল্লির বিশেষ সিবিআই আদালত বিজেপির সাবেক এই মন্ত্রীর সাজা ঘোষণা করে। এ সময় বিচারক বলেন, ক্ষমতার অপব্যবহার করে পরিত্যক্ত একটি কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য একটি বেসরকারি সংস্থা থেকে অর্থ নেন সাবেক মন্ত্রী দিলীপ রায়।
তিনি ছাড়া আরও দু’জনকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তাদের তিন জনকে ১০ লাখ রুপি করে জরিমানা করেছেন বিচারক।
এর আগে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে দেশটির ইস্পাত, কয়লা এবং সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন দিলীপ রায়। ১৯৯৯ সালে ঝাড়খন্ডে কয়লার ব্লক বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগের তদন্তের দায়িত্ব দেয়া হয় সিবিআইকে। অভিযোগের সত্যতা পাওয়ায় আটক করা হয় তাকে।
আপনার মতামত লিখুন :