
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট দিলেন মার্কিন নভোচারী কেট রুবিন্স।
২৩শে অক্টোবর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভোট দিয়েছেন এই নভোচারী। সম্প্রতি নাসা টুইটারে এ খবর প্রকাশ করে।
১৪ই অক্টোবর দুই রুশ নভোচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছেন মার্কিন নাগরিক কেট রুবিন্স। তার ফেরার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর।
কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন বলে কথা। পৃথিবী থেকে দুইশ মাইল দূরে মহাকাশ স্টেশনে বসেই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন রুবিন্স।
নাসার জনসন স্পেস সেন্টারে পাঠানো ব্যালট পেপার পূরণ করে ইমেইলের মাধ্যমে টেক্সাস কাউন্টির কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন তিনি। তার ভোট দেয়ার একটি ছবি সম্প্রতি নাসা’র টুইটার একাউন্টে প্রকাশ করা হয়।
এর আগে ২০১৬ সালের নির্বাচনেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভোট দেন কেট। মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগের এই আইন যুক্তরাষ্ট্রে ১৯৯৭ সালে পাস হয়।
আপনার মতামত লিখুন :