
গাইবান্ধার সাদুল্লাপুরে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে আলু বিক্রি করায় চার আলু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধাপেরহাটের ‘আর ভরসা’ কোল্ড স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুস সালাম জানান, ধাপেরহাটের আর ভরসা কোল্ড স্টোরের কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে আলু বিক্রি করছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। পরে বেশি দামে আলু বিক্রির প্রমাণ মেলায় চার অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
তিনি আরও জানান, চার অসাধু ব্যবসায়ীর মধ্যে আফসার আলীকে ১০ হাজার, স্বপন মিয়াকে ১০ হাজার, আনোয়ারুল ইসলামকে ১০ হাজার ও গোবিন্দ চন্দ্র সাহার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আপনার মতামত লিখুন :