
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে পৃথক দুটি অভিযানে বেনাপোল সীমান্তের সাদিপুর ও বারোপোতা গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বেনাপোলের বারোপোতা গ্রামের আওলাদ মুন্সীর ছেলে জুলফিকার (৩৮) ও সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মাসুদ (৩৫)।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে মাদকের বেচা-কেনা চলছে। এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করে। এসময় জুলফিকরের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাসুদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :