
ছবি: ইন্টারনেট
দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য নিশ্চিত করলেন নির্মাতার পুত্র কাজী মারুফ। তিনি জানান, কাজী হায়াতকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার হার্টে ব্লক ধরা পড়ার সন্দেহ করছেন চিকিৎসকরা। এমনটা হলে তাকে রিং পরানো হবে।
কাজী মারুফ বলেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ যেন প্রতিবারের মতো এবারো আমার আব্বুর পাশে থাকেন৷ যেন উনি আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারা আমার আব্বুকে দোয়াতে রাখবেন, মনে রাখবেন।’ প্রসঙ্গত, এর আগে চলতি বছরের মার্চে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা কাজী হায়াত৷
আপনার মতামত লিখুন :