
করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে বাংলাদেশে ফের কড়া লকডাউন শুরু হওয়ায় ভিসা দেওয়া বন্ধ করল ভারতীয় দূতাবাস। শুক্রবার ভারতীয় দূতাবাসের তরফে একথা জানানো হয়েছে। ফের কবে ভিসা প্রদান শুরু হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি ভারতীয় দূতাবাসের তরফে।
প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে আসেন লক্ষ লক্ষ মানুষ। তার মধ্যে ব্যবসা ও চিকিৎসার প্রয়োজনেই বেশি এদেশে আসেন ওপার বাংলার বাসিন্দারা। ভিসা প্রদান বন্ধ হলে সব থেকে বেশি মুশকিলে পড়েন লাগাতার চিকিৎসার অধীনে থাকা রোগীরা।
আপনার মতামত লিখুন :